উইলিয়ামসন পরিবার রোববার সকালে উইলিয়ামসনের নিখোঁজের ব্যাপারে পুলিশকে জানায়। উইলিয়ামসন নর্থ ক্যারোলাইনার মানরোতে একটি বাসভবনে আছেন এমন খবর পেয়ে অনুসন্ধানে নামে শেরিফ ডিপার্টমেন্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে উইলিয়ামসনকে দেখা যায়নি।
শেরিফ অফিসের তথ্য অনুযায়ী উইলিয়ামসন শুক্রবার নিখোঁজ হওয়ার আগে এক মাস যাবত অনলাইনে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন।
উইলিয়ামসন প্রথমবারের মতো জশুয়া নিউটন নামের ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যান। নিউটন তাকে মনোরাতে নিজের বাসায় নিয়ে যান। শেরিফ ডিপার্টমেন্ট বুধবার নিউটনের বাড়ি থেকে কয়েকমাইল দূরে রাস্তার পাশে উইলিয়ামসনের মৃতদেহ খুঁজে পায়।
এ ঘটনায় নিউটন ও তার লিভ-ইন বান্ধবী ভিক্টোরিয়া স্মিথ দুজনকেই গ্রেফতার করা হয়। পুলিশের ধারণা নিউটন উইলিয়ামসনকে হত্যা করে ও স্মিথ তাকে মৃতদেহ গুম করতে সাহায্য করে।
নিউটনের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার ও আইন প্রয়োগে বাধা দেয়ার অভিযোগ ও স্মিথের বিরুদ্ধে ন্যায় বিচারে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।