আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মার্চ ২৩ ২০২৩, ২০:২৫

সিরিজ জয়ের পর টাইগার ক্যাপ্টেন তামিম ইকবালকে আয়ারল্যান্ডের অভিবাদন

সিরিজ জয়ের পর টাইগার ক্যাপ্টেন তামিম ইকবালকে আয়ারল্যান্ডের অভিবাদন

  • 0

প্রথমবারের মতো ১০ উইকেটে জয়ের কীর্তি গড়লো টাইগাররা

সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো স্বাগতিকরা। একইসঙ্গে প্রথমবারের মতো ১০ উইকেটে জয়ের কীর্তি গড়লো টাইগাররা। 

টস জিতে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসারদের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। 

কার্টিস ক্যামফার ও লরকান টাকার ছাড়া কোনো আইরিশ ব্যাটসম্যানই পার করতে পারেনি দুই অঙ্কের ঘর। ২৮ ওভার ১ বল খেলে সব উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে আইরিশরা। 

প্রথমবারের মতো কোনো ম্যাচে ৮টির বেশি উইকেট শিকার করে টাইগার পেসাররা। জয়ের জন্য ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। 

অধিনায়ক তামিম ইকবালের ৪১ ও লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় পায় বাংলাদেশ। এর আগে, সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচের জয়ে সিরিজ নিজেদের করে নেয় তামিমের দল।


0 মন্তব্য

মন্তব্য করুন