শিরশ্ছেদের ভিডিওতে হতভম্ব যেলেনস্কি বললেন, রুশ সেনারা পশু

টিবিএন ডেস্ক

এপ্রিল ১২ ২০২৩, ২৩:৩৭

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাডিমির যেলেনস্কির টুইটারে দেয়া ভিডিওবার্তা থেকে নেয়া ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাডিমির যেলেনস্কির টুইটারে দেয়া ভিডিওবার্তা থেকে নেয়া ছবি

  • 0

ইন্টারনেটে ভাইরাল একটি হত্যার ভিডিওর জেরে রাশিয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছে ইউক্রেন। ভিডিওতে রুশ সেনাবাহিনীর নৃশংসতা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাডিমির যেলেনস্কি।

হত্যার শিকার ব্যক্তিকে ইউক্রেনিয়ান বন্দি দাবি করে তিনি বলেন, রুশ সেনারা পশু, সহজেই তারা নির্মমভাবে মানুষকে হত্যা করছে।

ভিডিওতে এক ব্যক্তিকে শিরশ্ছেদের দৃশ্য রয়েছে। ভিডিওটি ছড়িয়ে দাবি করা হয়, হত্যার শিকার ব্যক্তি রাশিয়ায় বন্দি ইউক্রেনিয়ান; রুশ সেনারা তার শিরশ্ছেদ করেছেন।

ভিডিওর সত্যতা নিশ্চিত করেনি কোনো বাহিনী বা সংস্থা। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস জানায়, মঙ্গলবার ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

প্রেসিডেন্ট যেলেনস্কি বুধবার এক ভিডিওবার্তায় বলেন, ‘এখানে ইউক্রেনিয়ান বন্দিকে হত্যার দৃশ্য দেখানো হয়েছে… গোটা বিশ্বের এটা দেখা উচিত… এটা কোনো দুর্ঘটনা নয়। কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। বুচায় এ ঘটনা ঘটেছে। আগেও এমন ঘটেছে, বহুবার ঘটেছে… সবার, সব নেতার প্রতিবাদ জানানো উচিত।‘

তিনি টুইটারে দেয়া বার্তায় বলেন, ‘এই পশুরা কত সহজেই না মানুষ হত্যা করে… মানুষের জীবন ধ্বংস করাকে রাশিয়া স্বাভাবিক ঘটনা বানিয়ে ফেলেছে… আমরা এসব কিছুই ভুলব না, হত্যাকারীদের কখনও ক্ষমা করব না... এই সন্ত্রাসীবাদকে হারাতে এখনই বিশ্বনেতাদের পদক্ষেপ নিতে হবে... আর আমাদেরকে, ইউক্রেনিয়ানদেরকে সম্মুখযুদ্ধে নিবিষ্ট হতে হবে। আমাদের ভূমি থেকে দখলদারদের হটাতে হবে।‘

ইউক্রেনিয়ান সিকিউরিটি সার্ভিসের প্রধান ভাসিয়েল ম্যালেক বলেন, ‘আমরা এই দানবদের খুঁজে বের করব। মাটি খুঁড়ে বা অন্য কোনো গ্রহে গিয়ে হলেও তাদের বের করব। তারা যা করেছে তার জন্য শাস্তি পেতেই হবে।‘

তবে ভিডিওর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পিসকভ বুধবার বলেন, ‘এই নৃশংস ভিডিওর সত্যতা অবশ্যই যাচাই করে দেখতে হবে। কারণ আমরা এক মিথ্যার জগতে বসবাস করছি।‘ 


0 মন্তব্য