টেক্সাসে গুলিতে নিহত ৩, আহত ৮

টিবিএন ডেস্ক

জুলাই ৪ ২০২৩, ১৭:৪৯

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে গুলিতে নিহত তিনজন। ছবি: সংগৃহীত

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে গুলিতে নিহত তিনজন। ছবি: সংগৃহীত

  • 0

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে সোমবার ফোরথ অফ জুলাইয়ের আগের রাতে সন্দেহভাজন অস্ত্রধারীর গুলিতে অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।

ফোর্ট ওয়ার্থ পুলিশ ডিভিশনের ক্যাপ্টেন শন মারে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা একটি গুলির ঘটনা জানতে পেরেছি। একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সম্ভবত তাদের ভেতর তিনজনকে হ্যারিস সাউথওয়েস্টে নিয়ে যাওয়া হয়েছে।

‘আহত আরও পাঁচজনকে পিটার স্মিথে নিয়ে যাওয়া হয়েছে।’

পুলিশ জানিয়েছে, শ্যুটিংটি কোনো গ্যাং সম্পর্কিত, নাকি পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন