মোটরসাইকেল দুর্ঘটনায় অভিনেতা ট্রিট উইলিয়ামস নিহত

টিবিএন ডেস্ক

জুন ১৩ ২০২৩, ১২:০০

মোটরসাইকেল দুর্ঘটনায় জনপ্রিয় হলিউড অভিনেতা ট্রিট উইলিয়ামস নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় জনপ্রিয় হলিউড অভিনেতা ট্রিট উইলিয়ামস নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

  • 0

ভারমন্টের ডরসেট শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় জনপ্রিয় হলিউড অভিনেতা ট্রিট উইলিয়ামস নিহত হয়েছেন। এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানিয়েছে ভারমন্ট স্টেইট পুলিশ।

বিবৃতিতে বলা হয়, বিকেল ৫টার কিছু আগে একটি হোন্ডা এসইউভি বাম দিকে টার্ন নেয়ার সময় উইলিয়ামসের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হলে উইলিয়ামসকে এয়ারলিফটে নিউইয়র্কের অলবানি মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হেলমেট পরে বাইক চালাচ্ছিলেন উইলিয়ামস। এ ঘটনায় এসইউভি-র ওই চালক সামান্য আঘাত পেয়েছেন। তবে তাকে তাৎক্ষণিক আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ

উইলিয়ামসের এজেন্ট ব্যারি ম্যাকফারসন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুঃখজনকভাবে আজ রাতে ট্রিট নিহত হয়েছেন।’

ম্যাকফারসন পিপল ম্যাগাজিনকে বলেন, ‘আমি বিধ্বস্ত। তিনি একজন সুন্দর মানুষ; ছিলেন অভিনেতার অভিনেতা। চলচ্চিত্র নির্মাতারা তাকে ভালোবাসতেন। ১৯৭০ এর দশকের শেষ দিক থেকে তিনি হলিউডপ্রেমীদের হৃদয়ে জায়গা করে আছেন।’

৭১ বছর বয়সী উইলিয়ামসের পুরো নাম রিচার্ড ট্রিট উইলিয়ামস। সাউথ ভারমন্টের ম্যানচেস্টার সেন্টারে থাকতেন তিনি। কানেটিকাটে জন্ম নেয়া উইলিয়ামস ১৯৭৫ সালে ‘ডেডলি হিরো’ মুভিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত ১২০টি মুভি ও টিভি শোর মধ্যে অন্যতম ‘দ্য ঈগল হ্যায ল্যান্ডেড’ ‘প্রিন্স অফ দ্য সিটি’ এবং ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন অ্যামেরিকা।’

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত উইলিয়ামস ‘এভারউড’-এ ড. অ্যান্ড্রু ব্রাউন চরিত্রের জন্য সবচেয়ে পরিচিত ছিলেন। টিভি শো ‘ব্লু ব্লাডস’-এ লেনি রসের চরিত্রেও অভিনয় করেন তিনি।

হিট মিউজিক্যাল ‘হেয়ার’-এর ১৯৭৯ সালের মুভি সংস্করণে হিপ্পি নেতা জর্জ বার্গারের চরিত্রে অভিনয়ের জন্য ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ মনোনয়ন পেয়েছিলেন উইলিয়ামস।


0 মন্তব্য

মন্তব্য করুন