রিলিজিয়াস ব্রডকাস্টার প্যাট রবার্টসনের প্রয়াণ

টিবিএন ডেস্ক

জুন ৮ ২০২৩, ১৩:৪০

চলে গেলেন ‘সেভেন হান্ড্রেড ক্লাবের' উপস্থাপক প্যাট রবার্টসন। ছবি: এবিসি নিউজ

চলে গেলেন ‘সেভেন হান্ড্রেড ক্লাবের' উপস্থাপক প্যাট রবার্টসন। ছবি: এবিসি নিউজ

  • 0

অ্যামেরিকার রাজনীতিতে ধর্মীয় প্রভাব বাড়ানোর আন্দোলনের অন্যতম নেতা প্যাট রবার্টসন ভার্জিনিয়ায় নিজ বাড়িতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩।

ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

বেশ কয়েক দশক ধরে রবার্টসন ক্রিশ্চিয়ান নেটওয়ার্কে ‘সেভেন হান্ড্রেড ক্লাব’ নামের একটি ধর্মীয় টক শো উপস্থাপনা করেছেন। খুব অল্পসময়ে তার এই শো দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। হালকা বিনোদনের সঙ্গে ধর্মীয় সংবাদ ও রাজনৈতিক ধারাভাষ্য মিশিয়ে অনুষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। 

তিনি ১৯৯৬০ সালে ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন।

রবার্টসন ১৯৯৮ সালে রিপাবলিকান পার্টির পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করেন। 

তিনি ক্রিশ্চিয়ান কোয়ালিশনের প্রতিষ্ঠাতা। এই সংগঠনটি ১৯৮০র দশকে রিপাবলিকান রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

সংগঠনটি গর্ভপাত, ধর্মীয় স্বাধীনতা ও 'ঐতিহ্যগত' মূল্যবোধের মতো হট-বাটন সোশ্যাল ইস্যুতে মতামত দেয়া প্রার্থীদের সমর্থন এবং আর্থিক ও সাংগঠনিক সহায়তা দিয়েছিল।

জর্জ ডাব্লিউ বুশের কাছে ১৯৮৮ সালে রিপাবলিকান পার্টির পক্ষে নির্বাচনে পরাজিত হন রবার্টসন। তবে হেরে গেলেও তিনি ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানদের জন্য অ্যামেরিকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে সক্ষম হন। পরে রবার্টসন রিপাবলিকান রাজনীতিতে একজন ‘কিংমেকার’ হয়ে ওঠেন।


0 মন্তব্য

মন্তব্য করুন