এক টুইটে প্রেসিডেন্ট বলেন, ‘বন্দুক সহিংসতার মতো উন্মাদনায় দেশ আবারও শোকাহত। নিহত ও আক্রান্তদের জন্য জিল ও আমার প্রার্থনা রইল… পদক্ষেপহীনতার বলি হতে হচ্ছে অ্যামেরিকানদের। আমাদের কমিউনিটিকে রক্ষায় কংগ্রেসের রিপাবলিকানরা কবে পদক্ষেপ নেবেন?’
লুইভেলের ওল্ড ন্যাশনাল ব্যাংকে সোমবার গোলাগুলিতে প্রাণ হারান হামলাকারীসহ পাঁচ জন। আহত হয়েছেন দুজন পুলিশ অফিসারসহ অন্তত আট জন।
আহতদের ভর্তি করা হয়েছে ইউনিভার্সিটি অফ লুইভেল হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিন জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আর গুলিবিদ্ধ একজন পুলিশ অফিসারের অবস্থা সংকটজনক।
কেন্টাকির সেনেটর রিপাবলিকান মিচ ম্যাককোনেল ও র্যান্ড পল এ ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন।
লুইভেল মেট্রো পুলিশ ডেপুটি চিফ পল হামফ্রে বলেন, প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে অভিযুক্ত হামলাকারী ওই ব্যাংকে কাজ করতেন। তবে তিনি বর্তমান না সাবেক কর্মী ছিলেন তা এখনও নিশ্চিত নন অফিসাররা।
পুলিশের সংবাদ সম্মেলনের বরাতে এবিসি নিউয জানায়, ফোনে বন্দুক হামলার খবর পেয়ে ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান অফিসাররা। ব্যাংকের ভেতর প্রবেশ করতেই হামলাকারীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। দুজন অফিসার গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক পুলিশ অফিসারের সার্জারি চলছে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বিশিয়ের বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা ঘটল। গুলিতে আমার দুই বন্ধু নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আশা করছি তিনি আমাদের মাঝে ফিরবেন।‘
মেয়র ক্রেইগ গ্রিনবার্গ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা নিশ্চয়ই আমাদের স্টেইটে এ ধরনের বন্দুক সহিংসতা ঠেকাতে একসঙ্গে কাজ করব। আমরা নিরাপদ একটি কমিউনিটি। আমরা খুবই বলিষ্ঠ কমিউনিটি।’
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন মেয়র। তিনি হামলার ঘটনায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতার প্রশংসা করে বলেন, ‘তাদের দক্ষতায় আজ অনেকের জীবন রক্ষা করা গেছে।’