মন্টানা ডিপার্টমেন্ট অফ ফিশ, ওয়াইল্ডলাইফ অ্যান্ড পার্কস রোববার এক বিবৃতিতে বলেছে, ‘ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ঠিক পশ্চিমে কাস্টার গ্যালাটিন ন্যাশনাল ফরেস্টের একটি ট্রেইল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্তকারীরা ওই নারীর মরদেহের কাছে গ্রিজলি ভালুকের পায়ের ছাপ দেখতে পান। সেটি অনুসরণ করে ধারণা করা হচ্ছে যে, ভালুকের আক্রমণেই ওই নারীর মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পার্কের পশ্চিম ট্রেইলটি হাইকারদের কাছে খুব জনপ্রিয়। ওই নারীর মরদেহ উদ্ধারের পর রেঞ্জার্স খুব দ্রুত এলাকাটি বন্ধ করে দেয়।
পার্ক কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে দর্শনার্থী ও হাইকাদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের ট্রেইল বন্ধ থাকবে। এছাড়া পার্কের দর্শনার্থীদের সবসময় বেয়ার স্প্রে সঙ্গে রাখার পরামর্শ দেন তারা।