টোকিও ডোমে ফেব্রুয়ারিতে চারটি কনসার্ট দিয়ে শুরু করবেন সুইফট। শেষ করবেন অগাস্টে; লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে কনসার্ট দিয়ে।
বৃটেইন, জাপান ছাড়াও সুইফটের আগামী বছর সফরের তালিকায় আছে ফ্রান্স, ইটালি, স্পেন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড। সব মিলিয়ে মঙ্গলবার ৩৮টি কনসার্টের সময়সূচি জানান সুইফট।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৬ ফেব্রুয়ারি থেকে সিঙ্গাপুরে ৪ মার্চ পর্যন্ত সফরে তার সঙ্গী হবেন সাব্রিনা কার্পেন্টার।
টেইলর সুইফটের ওয়ার্ল্ড ট্যুর সূচি। ছবি: টুইটারটুইটারে সুইফট লেখেন, ‘এক্সকিউজ মি, আমার কিছু বলার আছে। ইরাস ট্যুরে পরের বছর আপনাদের দেখা পেতে উদগ্রীব হয়ে আছি।’
রেজিস্ট্রেশন, এবং অন্যান্য তথ্যের জন্য সুইফট ভক্তদের একটি ওয়েব লিংকে ঢোকার পরামর্শ দেন।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দুই মেয়াদে মোট চারটি শো করবেন তিনি। প্রথমে ২১-২২ জুন, এরপর ১৬-১৭ অগাস্ট পারফরম্যান্সের মধ্য দিয়ে সফরের ইতি টানবেন।
২৪ অগাস্ট থেকে ২৬ নভেম্বরের মধ্যে মেক্সিকো, আর্জেন্টিনা এবং ব্রাযিলে পারফর্ম করারও ঘোষণা দেন গ্র্যামিজয়ী এই শিল্পী।