নিউ ইয়র্কে দুই দুর্ঘটনায় তিন প্রাণহানি

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৩, ২৩:৪১

নিউ ইয়র্ক সিটির ওয়াশিংটন হাইটসে গাড়ি দুর্ঘটনায় দুই জন নিহত হন। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির ওয়াশিংটন হাইটসে গাড়ি দুর্ঘটনায় দুই জন নিহত হন। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্কের সাফোক কাউন্টিতে কয়েকটি গাড়িতে গার্বেজ ট্রাকের ধাক্কায় এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন। মোটর পার্কওয়ের ইন্টারসেকশনে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিগন্যালের কাছে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একটি স্কুলবাসসহ অন্তত তিনটি গাড়িকে ধাক্কা দেয়। এর মধ্যে একটি গাড়ির চালক নিহত হন। দুই জনকে হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী প্রিত সিং বলেন, ‘আমি হঠাৎ একটা বুম শব্দ শুনে দেখি ট্রাকটি পেছন দিক থেকে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। দেখে মনে হচ্ছিল, ট্রাকের ব্রেক কাজ করেনি।’

ট্রাকচালকের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ভোরে নিউ ইয়র্ক সিটির ওয়াশিংটন হাইটসে গাড়ি দুর্ঘটনায় দুই জন নিহত ও চার জন আহত হন।

অডাবোন অ্যাভিনিউ ও ওয়েস্ট ওয়ান-সেভেনটি নাইন্থ স্ট্রিটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি হুন্দাই এলান্ট্রা গাড়ির সঙ্গে একটি জিপের সংঘর্ষ হয়। এলান্ট্রা গাড়িটিতে পাঁচ আরোহী ছিলেন। তাদের হাসপাতালে পাঠানো হলে দুই জনকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে ভর্তি করা হয় জিপের চালককেও।


0 মন্তব্য

মন্তব্য করুন