বাড়ির বাসিন্দা সুযি কপ কেওয়াইডব্লিউ টিভিকে জানান, বস্তুটি তার বাবার শয়ন কক্ষের ছাদ ভেদ করে মেঝেতে আছড়ে পড়ে। সাধারণ পাথর ভেবে স্পর্শ করতে গিয়ে তিনি দেখেন সেটি উষ্ণ।
কপ বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমার বাবা সে সময় কক্ষে ছিলেন না। কেউ ছিল না সে সময়।’
নিউ জার্সির হোপওয়েল টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, কর্মকর্তারা ধারণা করছেন এটি উল্কা বৃষ্টির অংশ হতে পারে, যাকে ইটা অ্যাকুয়ারিড বলা হয়।
ফোর বাই সিক্স ইঞ্চি আয়তনের বস্তুটির সুনির্দিষ্ট প্রকৃতি অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
ইটা অ্যাকুয়ারিড উল্কা বৃষ্টি একটি বার্ষিক ঘটনা। হ্যালির ধূমকেতুর অংশবিশেষ হিসেবে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। অ্যামেরিকান মিটিওর সোসাইটির ভাষ্য অনুযায়ী, গত শনিবার এটি হওয়ার কথা ছিল।