এবার মঞ্চে হ্যারি স্টাইলসের দিকে ঢিল

টিবিএন ডেস্ক

জুলাই ১০ ২০২৩, ২৩:৫৮

হ্যারি স্টাইলসকে লক্ষ্য করে ঢিল ছুড়েছেন দর্শক। ছবি: ভিডিও থেকে নেয়া

হ্যারি স্টাইলসকে লক্ষ্য করে ঢিল ছুড়েছেন দর্শক। ছবি: ভিডিও থেকে নেয়া

  • 0

ভিয়েনার মঞ্চে পারফর্ম করার সময় দর্শক সারি থেকে ঢিলের আঘাতে আহত হয়েছেন পপ তারকা হ্যারি স্টাইলস।

কনসার্টের দর্শকদের ভিডিওতে দেখা যায়, মঞ্চে হ্যারিকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। তবে তার দিকে কী ধরনের বস্তু ছুড়ে মারা হয়েছে তা এখনও জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, পারফর্ম করার সময় মঞ্চে হাঁটছেন স্টাইলস। এমন সময় অজানা এক বস্তু এসে তার মাথায় আঘাত করে।

ব্যথায় মাথা কাত করে নিচে নামিয়ে হাতে ধরে রেখে মঞ্চ ত্যাগ করেন স্টাইলস।

হ্যারি স্টাইলসের পক্ষ থেকে ঘটনাটি সম্পর্কে আনুষ্ঠানিক কোন মন্তব্য জানা যায়নি।


0 মন্তব্য

মন্তব্য করুন