ক্লাস্টার বোমার পরিমিত ব্যবহারের প্রতিশ্রুতি ইউক্রেইনের

টিবিএন ডেস্ক

জুলাই ১৪ ২০২৩, ১৯:১৯

ইউক্রেইনে পৌঁছেছে অ্যামেরিকার দেয়া ক্লাস্টার বোমা। ছবি:সংগৃহীত

ইউক্রেইনে পৌঁছেছে অ্যামেরিকার দেয়া ক্লাস্টার বোমা। ছবি:সংগৃহীত

  • 0

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার ইউক্রেইনে পৌঁছেছে অ্যামেরিকার পাঠানো ক্লাস্টার বোমা। সেগুলোর পরিমিত ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেইন।

ভয়াবহতায় কারণে ১০০টিরও বেশি দেশে এই বোমা নিষিদ্ধ। তাই অ্যামেরিকার এই বোমা পাঠানোর সিদ্ধান্ত বেশ সমালোচিত হয়েছে।

অ্যামেরিকা গত ৭ জুলাই বলেছিল, ইউক্রেইনকে ৮০০ মিলিয়ন ডলারের সিকিউরিটি প্যাকেজের অংশ হিসেবে কিয়েভে ক্লাস্টার বোমা পাঠাবে তারা। এ ঘোষণার সপ্তাহ পেরোনোর আগেই ক্লাস্টার বোমা হাতে পেল ইউক্রেইন।

ইউক্রেইনিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেইনের বিশাল অঞ্চল দখল করে থাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করে তাদের পিছু হটানো অবশ্যই ন্যায্য।

ইউক্রেইনের দক্ষিণ অঞ্চল তাভরিয়ার মিলিটারি ডিস্ট্রিক্টের মুখপাত্র ভ্যালেরি শেরশেন অ্যামেরিকান অর্থায়নে পরিচালিত রেডিও লিবার্টিকে বলেছেন, ‘ক্লাস্টার বোমা রাশিয়ান বাহিনীকে আরও অবনমিত করবে। একই সঙ্গে ইউক্রেইনের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে।’

তিনি বলেন, ‘আমরা অবশ্যই ক্লাস্টার বোমা কঠোর আইনি প্রক্রিয়া মেনে ব্যবহার করব… এগুলো রাশিয়ার মূল ভূখণ্ডে ব্যবহার করা হবে না। শুধু যে অঞ্চলে রাশিয়ান বাহিনীর দখলদার রয়েছে, সেখানে তাদের প্রতিরক্ষা ভেদ করতে আমরা এই বোমা ব্যবহার করব।’

যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের উদ্যোগ নেয়ায় ইউক্রেইন ও অ্যামেরিকার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেইন রাশিয়ায় ক্লাস্টার বোমার ব্যবহার করলে তার সমুচিত জবাব দেবে মস্কো। তারাও অনুরূপ অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দ্য ইন্টারন্যাশনাল লাইফ জার্নালের প্রশ্নের জবাব প্রকাশ করে জাখারোভ বলেন, ‘ক্লাস্টার বোমার ভয়াবহতা সম্পর্কে রাশিয়া সচেতন। বিশাল জনসংখ্যার বিপদের কথা মাথায় রেখে মস্কো কখনওই এ ধরনের সমরাস্ত্র ব্যবহার করেনি। তবে যদি তারা (ইউক্রেইন) ক্লাস্টার বোমা ব্যবহার করে, আমরাও থেমে থাকবো না। উপযুক্ত জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না রাশিয়া।’


0 মন্তব্য

মন্তব্য করুন