সিরিয়ায় অভিযানে আইএস নেতাসহ নিহত ৩: সেন্টকম

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৭ ২০২৩, ১৯:৪৮

ফাইল ছবি

ফাইল ছবি

  • 0

উত্তর-পূর্ব সিরিয়ায় অ্যামেরিকার বিমান হামলায় আইএসের এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সিএনএনের খবর বলছে, ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হেলিকপ্টার হামলায় ওই নেতা নিহত হন বলে দাবি করেছেন কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো।

তিনি টুইট করে বলেন, ‘মধ্যপ্রাচ্য ও ইউরোপে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী শীর্ষ আইএস নেতা অভিযানে নিহত হয়েছেন বলে আমাদের বিশ্বাস।‘

অভিযানে সশস্ত্র আরও দুজন নিহত হয়েছেন বলেও জানান তিনি। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি বাহিনীটি।

সেন্টকমের কমান্ডার জেনারেল মিশেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেন, ‘ক্ষমতা কমলেও আইএস এই অঞ্চলে (সিরিয়া) হামলা চালাতে সক্ষম। মধ্যপ্রাচ্যের বাইরেও তারা হামলার পরিকল্পনা করছে। আমরা আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব।‘

এর আগে রোববার দেশটিতে ট্রাফেল খুঁজতে গিয়ে আইএস-এর হামলায় ২৬ জন নিহতের দাবি করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’।

বৃটেইন ভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবযারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাতে বিবিসি জানিয়েছে, হামা প্রদেশে এই হামলা হয়। এই সংস্থার দাবি, হামলায় ৩৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৭ জন ন্যাশনাল ডিফেন্স ফোর্সেস-এর যোদ্ধা।


0 মন্তব্য

মন্তব্য করুন