ইউএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব জর্জিয়ায় হুন্দাইয়ের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) উৎপাদন কেন্দ্রে অভিযান চালিয়েছে। এই অভিযানের ফলে বন্ধ হয়ে গেছে ব্যাটারি উৎপাদনের জন্য নির্মাণাধীন পার্শ্ববর্তী কারখানার কাজ।
বার্তা সংস্থা এপি জানায়, হুন্দাই মোটর গ্রুপ এক বছর আগে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের এই প্ল্যান্টে ইভি উৎপাদন শুরু করে। কারখানাটিতে প্রায় ১,২০০ জন কর্মী কাজ করছেন।
ইউএস ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এর মুখপাত্র লিন্ডসে উইলিয়ামস নিশ্চিত করেছেন যে, ফেডারেল কর্তৃপক্ষ স্যাভানার পশ্চিমে ৩,০০০ একর (১,২১৪ হেক্টর) স্থানে একটি অভিযান পরিচালনা করছে। তিনি জানান, এজেন্টরা মূলত ব্যাটারি প্ল্যান্টের নির্মাণস্থল কে লক্ষ্য করে কাজ করছেন।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, এজেন্টরা একটি সার্চ ওয়ারেন্ট কার্যকর করছেন, যা অবৈধ কর্মসংস্থান এবং অন্যান্য গুরুতর ফেডারেল অপরাধের অভিযোগ সম্পর্কিত চলমান তদন্তের একটি অংশ। তবে এই অভিযানে কেউ আটক বা গ্রেপ্তার হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
অভিযান চলাকালীন জর্জিয়া স্টেট প্যাট্রোলের ট্রুপাররা রাস্তা বন্ধ করে দেন। জর্জিয়ার ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি নিশ্চিত করেছে যে ফেডারেল কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য ট্রুপারদের পাঠানো হয়।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহৎ বিতাড়ন কর্মসূচির অংশ হিসেবে ব্যাপক আইস অভিযান পরিচালনা করেছে। অভিবাসন কর্মকর্তারা খামার, নির্মাণ সাইট, রেস্তোরাঁ এবং গাড়ি মেরামতের দোকানগুলোতেও অভিযান চালিয়েছেন।
হুন্দাই এক বিবৃতিতে জানায়, তারা কর্তৃপক্ষের সঙ্গে অভিযান পরিচালনায় পুরোপুরি সহযোগিতা করছে। তারা আরও বলেছে, তদন্তকে সাহায্য করার জন্য নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
জর্জিয়ার অন্যতম বৃহৎ ও উচ্চ-প্রোফাইল উৎপাদন কেন্দ্রটিকে গভর্নর এবং অন্যান্য কর্মকর্তারা দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প হিসেবে উল্লেখ করেন।