ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশের ডাক বিএনপির

টিবিএন ডেস্ক

জুলাই ২২ ২০২৩, ১৫:০৭

সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশে’ বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইউএনবি

সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশে’ বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইউএনবি

  • 0

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ এক দফা দাবিতে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।

সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ‘তারুণ্যের সমাবেশ’ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৭ জুলাই দুপুর ২টায় রাজধানীতে জনসভা অনুষ্ঠিত হবে। তবে সমাবেশস্থলটি কোথায় তা উল্লেখ করেননি ফখরুল।

বর্তমান সরকারের ‘পতন ত্বরান্বিত করতে’ সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

অন্য সমমনা দল ও জোটও একই দিনে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

বিএনপির তিনটি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত তারুণ্যের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিকেল ৩টা ২৮ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথের আন্দোলনে সম্পৃক্ত করা।

অতিরিক্ত নেকাকর্মীর চাপে অনুষ্ঠানের জন্য স্থাপিত অস্থায়ী মঞ্চটি ভেঙে পড়ায় সমাবেশ ৯০ মিনিট দেরিতে শুরু হয়।

দুপুর দেড়টার দিকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটে। পরে দলীয় নেতাকর্মীরা ডেকোরেশন কোম্পানির কর্মচারীদের সহায়তায় ভাঙা মঞ্চটি মেরামত করেন।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে তরুণ নেতাকর্মীরা বিভিন্ন রঙের ক্যাপ পরে, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলের শীর্ষ নেতাদের ছবি নিয়ে সকাল থেকেই মিছিলে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

সমাবেশস্থল ছাড়াও আশপাশের সড়কে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা, এতে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের চারপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

তিনটি সংগঠন এর আগে পাঁচটি তারুণ্যের সমাবেশ করেছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলমান আন্দোলনের প্রতি তরুণ প্রজন্মের সমর্থন জোগাতে গত ২ জুন বিএনপির তিনটি সহযোগী সংগঠন চট্টগ্রাম, বগুড়া, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকায় ছয়টি যুব সমাবেশের ঘোষণা দেয়।


0 মন্তব্য

মন্তব্য করুন