কর্মকর্তারা সোমবার ভোরে সতর্কতা হিসেবে ওই এলাকার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো খালি করেছেন। তারা জানিয়েছেন, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হোয়াইটমার্শ টাউনশিপ পুলিশ একটি ফেসবুক পোস্টে বলেছে, ‘দুর্ঘটনাস্থলের কাছের বাসিন্দা ও ব্যবসায়ীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আমরা পূর্ব সতর্কতা থেকে কাজটি করেছি। অন্য এলাকার বাসিন্দাদেরও সরিয়ে নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদেরও সরিয়ে নেব।’
পুলিশ জানিয়েছে, ফ্লোরটাউন রোড ও স্টেনটন অ্যাভিনিউয়ের মধ্যবর্তী জশুয়া রোডের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।