প্রেসিডেন্ট বাইডেন-যেলেন্সকি ফোনালাপ

টিবিএন ডেস্ক

জুন ২৬ ২০২৩, ১৮:১৯

ভলোদিমির যেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

ভলোদিমির যেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইনের প্রতি অ্যামেরিকার অব্যাহত সমর্থন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভলোদিমির যেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউয এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন রোববার টেলিফোনে যেলেনস্কির সঙ্গে কথা বলেন।

হোয়াইট হাউযের একটি কলের রিডআউটে বলা হয়েছে, দুই নেতা ইউক্রেইনের চলমান পালটা আক্রমণ নিয়ে আলোচনা করেন। বাইডেন যেলেন্সকিকে অর্থনৈতিক ও মানবিক সহায়তা এবং নিরাপত্তার জোগান অব্যাহত রাখার নিশ্চয়তা দেন।

রাশিয়ায় সাম্প্রতিক ভাগনার বিদ্রোহ নিয়েও আলোচনা করেন তারা।

প্রেসিডেন্ট যেলেন্সকি এক টুইটে তাদের আলোচনাকে ইতিবাচক ও অনুপ্রেরণামূলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমরা সহিংসতার গতিপথ ও রাশিয়ায় চলমান ঘটনা নিয়ে আলোচনা করেছি। আন্তর্জাতিক শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত বিশ্বকে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে হবে।’

ইউক্রেইনের পাশে থাকার জন্য অ্যামেরিকান জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


0 মন্তব্য

মন্তব্য করুন