কফি ট্রাকে গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই পথচারীসহ তিনজনের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩ ২০২৫, ০:৫৪ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২৩:৪২

নাইটিন্থথ অ্যাভিনিউ ও ফোর্টিসেকেন্ড স্ট্রিট এলাকায় সকাল সাড়ে আটটার পরপরই দুর্ঘটনাটি ঘটে। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

নাইটিন্থথ অ্যাভিনিউ ও ফোর্টিসেকেন্ড স্ট্রিট এলাকায় সকাল সাড়ে আটটার পরপরই দুর্ঘটনাটি ঘটে। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

টয়োটা করোলার ৮৪ বছর বয়সী চালকের পরিচয় শনাক্ত করা যায়নি। এলমহার্স্ট হসপিটালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউ ইয়র্ক সিটির কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকায় মঙ্গলবার সকালে একটি কফি ট্রাকে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন।

নাইটিন্থথ অ্যাভিনিউ ও ফোর্টিসেকেন্ড স্ট্রিট এলাকায় সকাল সাড়ে আটটার পরপরই এ দুর্ঘটনা ঘটে।

আইউইটনেস নিউজ জানায়, টয়োটা করোলার ৮৪ বছর বয়সী চালকের পরিচয় শনাক্ত করা যায়নি। এলমহার্স্ট হসপিটালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তকারীরা জানান, কফি ট্রাকের পাশে দাঁড়ানো ছিলেন ৪১ ও ৭০ বছর বয়সী দুই পথচারী। ৪১ বছর বয়সী ব্যক্তিটিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে হাসপাতালে নেওয়ার পর অপর ব্যক্তিকে মৃত বলে জানান চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে এসে পার্ক করে রাখা কফি ট্রাককে ধাক্কা দেয় ব্যক্তিগত গাড়িটি।

জর্জ গিয়াকৌমিস নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ঘণ্টায় কমপক্ষে ৬০ মাইলের বেশি গতিতে এসে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। চোখের পলকে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায, দুর্ঘটনার পর টয়োটা গাড়িটি ইউ টার্ন নেওয়ার চেষ্টা করা একটি ভলভো সেডানের সঙ্গেও ধাক্কা খায়।

দুর্ঘটনাটি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কফি ট্রাকের মালিক জিয়ানকার্লো ক্যারুসো।

তার ভাষ্য, তিনি দোকান বন্ধ করছিলেন। সে সময় গাড়ির শব্দ শুনে যেখানে ছিলেন, সেখান থেকে সরে যান।

কফি ট্রাকের মালিক জানান, তার গাড়িটি শেষ হয়ে গেলেও তিনি প্রাণে বেঁচে গেছেন।