ফক্স নিউজকে ট্রাম্প
কিছু শিল্পের অভিবাসীদের ‘অস্থায়ী পাস’ দিতে চায় ট্রাম্প প্রশাসন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৯ ২০২৫, ২২:৩১

পেনসিলভেনিয়ার অ্যাভনডেইলে বর্ধিষ্ণু মাশরুমের জন্য গত ৩ মার্চ কম্পোস্ট তৈরি করেন খনিশ্রমিকরা। ছবি: এমিলি হুইটনি/এনবিসি নিউজ

পেনসিলভেনিয়ার অ্যাভনডেইলে বর্ধিষ্ণু মাশরুমের জন্য গত ৩ মার্চ কম্পোস্ট তৈরি করেন খনিশ্রমিকরা। ছবি: এমিলি হুইটনি/এনবিসি নিউজ

  • 0

অস্থায়ী পাস নিয়ে কাজ করার কারণ জানিয়ে অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলেন, একটি খামারে হয়তো কৃষকের সঙ্গে ৯ বছর ধরে কঠিন কোনো কাজ করছেন একজন ব্যক্তি। সেখান থেকে সব লোকজনকে ধরে নিয়ে গেলে কৃষকের সর্বনাশ হবে। এটি এক ধরনের সমস্যা।

প্রশাসন নির্দিষ্ট কিছু শিল্পে কর্মরত অভিবাসীদের জন্য অস্থায়ী পাস তৈরিতে কাজ করছে বলে ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

পরিকল্পনাটির বাস্তবায়ন হবে খামারকর্মীদের প্রতি প্রশাসনের মনোভাবের সর্বশেষ পরিবর্তন।

ফক্স নিউজে শুক্রবার রেকর্ডকৃত এবং রবিবার প্রচারিত সাক্ষাৎকারে অস্থায়ী পাসের পরিকল্পনা নিয়ে বিভিন্ন তথ্য জানান ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা এখন এটি নিয়ে কাজ করছি।’

প্রশাসনের পরিকল্পনা নিয়ে তিনি জানান, যেসব জায়গায় লোকজন কর দেন, কৃষকদের নিয়ন্ত্রণ কম, সেখানে অস্থায়ী পাস দেওয়ার কথা ভাবা হচ্ছে।

সাক্ষাৎকারে অভিবাসীদের আটকের অভিযান নিয়ে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খামারে গিয়ে ১৫ থেকে ২০ বছর ধরে কাজ করা লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। তারা ভালো মানুষ এবং সম্ভবত ভুলভাবে অ্যামেরিকায় এসেছেন।

তিনি জানান, বর্তমান সরকার কৃষকদের স্বার্থের কথা ভাবছে। কৃষকরা কোনো খুনিকে নিয়োগ দেবেন না।

অস্থায়ী পাস নিয়ে কাজ করার কারণ জানিয়ে অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলেন, একটি খামারে হয়তো কৃষকের সঙ্গে ৯ বছর ধরে কঠিন কোনো কাজ করছেন একজন ব্যক্তি। সেখান থেকে সব লোকজনকে ধরে নিয়ে গেলে কৃষকের সর্বনাশ হবে। এটি এক ধরনের সমস্যা।

ট্রাম্পের এ অবস্থানের বিষয়ে জানতে চাইলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায়, প্রেসিডেন্ট তার অবস্থানের বিষয়ে অত্যন্ত পরিষ্কার। যেসব শিল্পে সহিংস অপরাধীদের আশ্রয় দেওয়া হয় এবং ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের প্রচেষ্টাকে খর্ব করা হয়, সেখানে কোনো নিরাপদ জায়গা থাকবে না।