২৭ বছর ধরে স্ম্যাশ হিট সিন্ডিকেটেড টকশো ‘দ্য জেরি স্প্রিঞ্জার শো’- এর উপস্থাপক ছিলেন জেরি স্প্রিঞ্জার।
এবিসি নিউয জানায়, স্প্রিঞ্জার শিকাগো শহরের নিজ বাড়িতে মারা যান।
স্প্রিঞ্জারের পরিবারের মুখপাত্রের বরাতে টিএমযে ডট কম জানিয়েছে, কয়েক মাস আগে জেরির অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পরে। তিনি চিকিৎসাধীন ছিলেন এবং ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন। তবে এ সপ্তাহের শেষ দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছিল।
ভক্ত দর্শকের মতে, ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা এই টকশো কখনোই ঢিমেতালের ছিল না। প্রাণোচ্ছল জেরির দক্ষতায় মেতে থাকতেন শো’র আমন্ত্রিত অতিথি এবং দর্শক। ‘জেরি জেরি জেরি …’ উল্লাসে মুখর থাকতো স্টুডিও। দর্শকদের হাসাতে অতিথিদের সঙ্গে তার পাগলাটে মারামারির দৃশ্য ছিল বহুল আলোচিত।
টিভিতে আসার আগে জেরি রাজনীতিতে জড়িত ছিলেন। ১৯৭০ সালে অ্যামেরিকান কংগ্রেসের পক্ষে প্রচারণা চালিয়ে ব্যর্থ হন তিনি। এরপর ১৯৭১ সালে সিনসিনাটির সিটি কাউন্সিলে মেয়র পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন স্প্রিঞ্জার।
টিভির টকশো জগতে হইচই ফেলা স্প্রিঞ্জারের শো টি ২০২২ সালের শুরুর দিকে তিনটি সিজন প্রচারের পর বাতিল করা হয়।