ইরাকের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অর্ধশত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭ ২০২৫, ৭:৫২

ইরাকের শপিং সেন্টারে ভয়াবহ আগুন। ছবি: রুডাও

ইরাকের শপিং সেন্টারে ভয়াবহ আগুন। ছবি: রুডাও

  • 0

কর্নিশ হাইপারমার্কেট মল নামে এই শপিং সেন্টারটি মাত্র ৫ দিন আগেই উদ্বোধন করা হয়েছিলো।

ইরাকের কুত শহরের একটি শপিং সেন্টারে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগুন এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে ভবনের ভেতরে এখনও অনেকে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

শহরের আঞ্চলিক গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন,’আমাদের ওপর একটি ট্র্যাজেডি এবং বিপর্যয় নেমে এসেছে।’ পাশাপাশি শপিং সেন্টারের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ইরাকের স্থানীয় নিউজ চ্যানেল আইএনএ-এর ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবনের বেশ কয়েকটি তলায় আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা তা নেভানোর চেষ্টা করছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত অন্যান্য ভিডিওতে আগুন লাগার সময় ছাদে অল্প সংখ্যক লোকের উপস্থিতি এবং কেন্দ্রের ভেতরের অংশ পুড়ে যাওয়ার চিত্র দেখা যায়।

আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল-মিয়াহি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অগ্নিনির্বাপক কর্মীরা ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিক ফলাফল দুই দিনের মধ্যে পাওয়া যাবে বলে আশা করেন মিয়াহি।