কিয়েভের প্রতিরক্ষা ভেঙে রাশিয়ার নতুন হামলা

টিবিএন ডেস্ক

মে ২৯ ২০২৩, ১৮:৩৪

ইউক্রেইনের রাজধানী কিয়েভে দিনের আলোয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ছবি: বিবিসি

ইউক্রেইনের রাজধানী কিয়েভে দিনের আলোয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ছবি: বিবিসি

  • 0

ইউক্রেইনের শক্তিশালী ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে রাজধানী কিয়েভে সোমবার সকালে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেইনের সামরিক মুখপাত্রের দাবি, গত দুই রাত ধরে চলা রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে তারা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন। তবে সেটি উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। 

অবশ্য কিয়েভে আঘাত হানার আগেই বেশ কিছু মিসাইল ভূপাতিতের দাবি করেছে ইউক্রেইনের এয়ার ডিফেন্স। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো স্থানীয়দের মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছেন। 

কিয়েভে এ মাসে অন্তত ১৬টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া। 

তবে সোমবার সকালের হামলাটিকে অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা। 

তাদের দাবি, দিনের আলোয় কিয়েভের কেন্দ্রস্থল লক্ষ্য করে এই হামলা চালায় রাশিয়া। এ সময় মানুষের চলাচল বেশি থাকায়, হতাহতের সম্ভাবনাও অনেক বেশি। 

এর আগে রাশিয়া মে মাস জুড়ে রাতের অন্ধকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইউক্রেইনের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।


0 মন্তব্য

মন্তব্য করুন