জার্মান ম্যাগাজিনের কার্টুন নিয়ে ভারতে ক্ষোভ

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৬ ২০২৩, ১৭:৫১

জনবহুল ইন্ডিয়া গেট। ছবি:সংগৃহীত

জনবহুল ইন্ডিয়া গেট। ছবি:সংগৃহীত

  • 0

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চায়নাকে টপকে ভারতের শীর্ষস্থান দখল নিয়ে কার্টুন প্রকাশ করেছে জার্মানির একটি ম্যাগাজিন। সেটিকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়ছেন ভারতীয়রা। তারা বলছেন, ভারতীয়দের নিয়ে উপহাস করেছে ম্যাগাজিনটি।

ভারতের এক মন্ত্রীও এর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারতকে আন্তর্জাতিক মিডিয়ায় অসম্মান করা হয়েছে।

এপ্রিলের শেষ নাগাদ চায়নাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র হতে যাচ্ছে ভারত- এমনটাই জানিয়েছে জাতিসংঘ।

এ নিয়ে সবশেষ প্রকাশনায় কার্টুনটি ছেপেছে জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ‘ডিয়া ইস্পিগা’।  

কার্টুনে দেখা গেছে, একটি জরাজীর্ণ ভারতীয় ট্রেন উপরে ও ভেতরে যাত্রী বোঝাই করে ছুটছে। পাশাপাশি ছুটছে ঝকমকে চাইনিজ ট্রেন। ভারতীয় ট্রেনটি চাইনিজ ট্রেনকে পেছনে ফেলে দিয়েছে। 

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এক টুইট বার্তায় বলেন, ‘ভারতকে উপহাস করার যতই চেষ্টা করেন না কেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজকের ভারতকে চ্যালেঞ্জ করা সহজ না। আগামী কয়েক বছরেই ভারতের অর্থনীতি জার্মানিকে ছাড়িয়ে যাবে।‘

 

আরও পড়ুনঃ জনসংখ্যায় চীনকে শিগগিরি টপকে যাবে ভারত: জাতিসংঘ 

 

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাডভাইযর কাঞ্চন গুপ্তা টুইট করে জানিয়েছেন, ডিয়া ইস্পিগার কার্টুনটি ‘অত্যন্ত বর্ণবাদী’। 

টুইটারে অনেক ভারতীয়রা কার্টুনটির সমালোচনা করে বলেছেন, জার্মান ম্যাগাজিনটি এখনও ভারতকে নিয়ে সেকেলে ভাবনায় আটকে আছে। সাম্প্রতিক সময়ে ভারতের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

তবে এসব সমালোচনার কোনো প্রতিক্রিয়া জানায়নি ডিয়া ইস্পিগা ম্যাগাজিন কর্তৃপক্ষ।


0 মন্তব্য

মন্তব্য করুন