প্রায় ৩ বছরের তদন্তের পর নির্বাচনের ফল জালিয়াতির অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা হলো। নেসেল জানান, স্টেইট রিপাবলিকান পার্টির সদর দফতরের বেইযমেন্টে একত্রিত হয়ে ডনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করে ভুয়া নথিতে সই করেন অভিযুক্তরা। নিজেদের মিশিগান স্টেইটের নিযুক্ত ইলেকটর হিসেবে দাবি করেন রিপাবলিকান পার্টির ওই ১৬ সদস্য।
সই করা নথি তারা ইউএস সেনেট ও ন্যাশনাল আর্কাইভসে পাঠিয়ে নির্বাচনের ফলাফল বদলে দেয়ার চেষ্টা করেন। এমন কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করা এবং ভোটারদের মতামতকে উপেক্ষা করার শামিল, যা পুরোপুরি অবৈধ বলে জানান এজি নেসেল।
মামলায় ১৬ জনের বিরুদ্ধে জালিয়াতি, নির্বাচনি আইন অমান্য করাসহ আটটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।