রোমার স্বপ্ন ভেঙে সপ্তমবারের মতো ইউরোপা জিতল সেভিয়া

টিবিএন ডেস্ক

জুন ১ ২০২৩, ৪:৫১

ইউরোপা লিগের শিরোপা নিয়ে সেভিয়ার খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: টুইটার

ইউরোপা লিগের শিরোপা নিয়ে সেভিয়ার খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: টুইটার

  • 0

ইটালিয়ান ক্লাব রোমাকে পেনাল্টি শুট আউটে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতে নিয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় ছিল।

ইউরোপা লিগে এর আগে ছয়বার ফাইনাল খেলেছে সেভিয়া। কোনোবারই হারেনি তারা। অন্যদিকে, রোমার কোচ জোসে মরিনিও এর আগে চারটি ইউরোপিয়ান ফাইনালে উঠেছেন দল নিয়ে। কোনোবার হারেননি তিনিও।

দুই দল হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে ফাইনাল খেলতে নামে এমন দুই রেকর্ড মাথায় রেখেই। ফাইনালে শুরুটা দারুণ করে রোমা।

১২ মিনিটে পাওলো দিবালার পাস থেকে গোলকিপারকে ফাঁকা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রোমার উইংব্যাক লিওনার্দো স্পিনাৎসোলা। মিনিট বিশেকের মাথায় সে হতাশা ভুলিয়ে দেন দিবালা নিজেই।

রোমার কাউন্টার অ্যাটাকে বল পেয়ে যান জানলুকা মানচিনি। দ্রুত ওপরে উঠে আসা দিবালাকে খুঁজে পেতে ভুল করেননি তিনি।

দারুণ শটে বল জালে জড়িয়ে রোমাকে এগিয়ে দেন দিবালা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোমা।

দ্বিতীয়ার্ধে মানচিনির ভুলেই ম্যাচ ফেরার সুযোগ পায় সেভিয়া। ৫৫ মিনিটে হেসুস নাভাসের ক্রস প্রতিহত করতে যেয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন তিনি।

আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় সেভিয়া। এ সমতা বজায় থাকে ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিট। ফলে, ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।

শুট আউটে রোমার হয়ে শট মিস করেন মানচিনি ও রজার ইবানিয়েস। সেভিয়ার পক্ষে কেউই শট মিস করেননি। 

বিশ্বকাপের মতো রোমার ইউরোপা লিগজয়ী পেনাল্টি শটটিও সফলভাবে নেন আর্জেন্টিনার ডিফেন্ডার গনসালো মন্তিয়েল। তার শটেই নিশ্চিত হয় সেভিয়ার রেকর্ড সপ্তম ইউরোপা লিগ শিরোপা।

ফাইনাল হারায় সামনের মৌসুমে ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে না রোমার। লিগে ষষ্ঠ অবস্থানে আছে তারা। ফলে, সামনের বছর আবারও ইউরোপা লিগে খেলবে মরিনিওর দল।

আর ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে সেভিয়া। স্প্যানিশ লিগে ১১ তম স্থানে আছে তারা।  


0 মন্তব্য

মন্তব্য করুন