নক্ষত্রের জন্মকালীন ছবি দেখাল ওয়েব স্পেস টেলিস্কোপ

টিবিএন ডেস্ক

জুলাই ১২ ২০২৩, ২৩:৪৮

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো নতুন ছবি প্রকাশ করেছে নাসা। ছবি: নাসা

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো নতুন ছবি প্রকাশ করেছে নাসা। ছবি: নাসা

  • 0

দ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মহাকাশ পর্যবেক্ষণের বছরপূর্তি উদযাপন হিসেবে বহু দূরের কিছু তারার জন্মকালীন অত্যাশ্চর্য ক্লোজ-আপ ছবি প্রকাশ করা হয়েছে।

অ্যামেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জেমস ওয়েবের পাঠানো এই ছবি বুধবার প্রকাশ করে। টেলিস্কোপের ধারণ করা ছবিতে প্রায় ৩৯০ মিলিয়ন আলোকবর্ষ দূরের একটি ক্লাউড কমপ্লেক্সে জন্ম নেয়া ৫০টি শিশু নক্ষত্রের স্ন্যাপশট রয়েছে।

ছবির রো ওফিউচি নামে পরিচিত ক্লাউড কমপ্লেক্সেটি পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র গঠনকারী অঞ্চল।

বিজ্ঞানীরা বলেছেন, শ্বাসরুদ্ধকর ছবিতে নক্ষত্র গঠনের সংক্ষিপ্ত পর্যায় স্পষ্টভাবে দেখা গেছে।

নাসা অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বুধবার স্ন্যাপশটি টুইট করে লিখেছেন, ‘বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত থাকুন! ছবিটিতে নক্ষত্র জন্ম নেয়ার নান্দনিক দৃশ্য ধরা দিয়েছে।’

মহাজাগতিকে পর্যবেক্ষণে থাকা যেকোনো প্রযুক্তির তুলনায় বেশি সক্ষম জেমস ওয়েবের বছরপূর্তি উদযাপনকে স্মরণীয় করতেই এই ছবি প্রকাশ করে নাসা। টেলিস্কোপটি ২০২২ সালের ১২ জুন মহাকাশে পুরোদমে কাজ শুরু করে।

টেলিস্কোপটি ১৩ বিলিয়ন বছরেরও বেশি সময় আগে মহাবিশ্বের অবস্থা অন্বেষণের জন্য ডিজাইন করা হয়েছে। আর সে সময় মহাবিশ্বের বয়স ছিল মাত্র ১০০ মিলিয়ন বছরের মতো। সে সময় প্রথম নক্ষত্র ও ছায়াপথ গঠিত হয়েছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন