বাইরের হস্তক্ষেপে মাথা নোয়াবে না বাংলাদেশ: শেখ হাসিনা

টিবিএন ডেস্ক

জুন ১৮ ২০২৩, ১২:২৫

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

  • 0

স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনওই বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা কারও হস্তক্ষেপের কাছে মাথা নত করব না। এটা আমাদের সিদ্ধান্ত… আমরা একটি স্বাধীন জাতি। আমরা যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ অর্জন করেছি।’

দেশটির নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সমাবেশ তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা জানান, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ছিল- 'সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নয়’। এই নীতি অনুসরণ করা হচ্ছে জানিয়ে হাসিনা জানান, তার সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করতে কাজ করছে। দেশের উন্নয়নে যা প্রয়োজন তা করছে।

তিনি বলেন, ‘অনেক বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে… এখনও অনেক বাধা এবং ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কারণ একটি দেশ যখন দ্রুত অগ্রগতি করে, তখন অনেকেই তা সহ্য করতে পারে না। তারা বিভিন্ন ঝামেলা শুরু করে… এগুলো (বাধা-বিপত্তি) নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।’

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়, সমুদ্র সীমানা নিয়ে বিরোধ মিমাংসা এবং পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি একই দিনে ১০০টি সেতু ও ১০০ সড়ক উদ্বোধনসহ বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের সাফল্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা বিশ্বব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। কারণ এ ব্যাপারে সরকারের কোনো দুর্বলতা ছিল না… নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে… এ কারণে বাংলাদেশ এখন বিশ্বের সবার কাছে সম্মান পাচ্ছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন