সাত দিনের রয়টার্স/আইপিএসওএস পোল সোমবার শেষ হওয়ার পর দেখা গেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে দলীয় সমর্থন বেড়েছে। এর আগে জুন মাসের জরিপে ট্রাম্পের পক্ষে রিপাবলিকান সমর্থন ছিল ৪৩ শতাংশ।
রিপাবলিকান পার্টির আরও দুই প্রার্থী ফ্রন্ট রানারে থাকা ট্রাম্প ও ডিস্যান্টিসের বেশ পেছনে রয়েছেন। সাবেক বায়োটেকনোলজি এক্সিকিউটিভ ভিভেক রামাস্বামী পোলে নয় শতাংশ দলীয় সমর্থন পেয়েছেন। তার নিচে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি পেয়েছেন সাত শতাংশ ভোট।
জুনের জরিপে রামাস্বামী ৩ শতাংশ সমর্থন পেয়েছিলেন। প্রার্থিতা প্রচারের জন্য ব্যক্তিগত খাত থেকে ব্যয় করছেন তিনি।
রামাস্বামী শনিবার দাবি করেছেন, তিনি ব্যক্তিগত খাত থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার প্রচার কাজে ব্যয় করেছেন।
রয়টার্স/আইপিএসওএস পোল অ্যামেরিকা জুড়ে অনলাইনে পরিচালিত হয়। এতে অংশ নেয়া ৪ হাজার ৪১৪ জন প্রাপ্তবয়স্ক অ্যামেরিকানের ভোটের ভিত্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরে সাধারণ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য জো বাইডেনের মুখোমুখি হতে হবে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে।
সম্ভাব্য উপযুক্ত প্রেসিডেন্টের একটি জরিপে ২ শতাংশ ভোটে টাম্পকে পেছনে ফেলেছেন বাইডেন । পোলে বাইডেন ৩৭ শতাংশ ও ট্রাম্প ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। বাকি ২৮ শতাংশ জানিয়েছেন, কাকে বেছে নেয়া উচিত সে সম্পর্কে তারা নিশ্চিত নন।
অবশ্য বাইডেন কিংবা ট্রাম্প, নিজ দলের বাইরে কেউই ব্যাপকভাবে আধিপত্য বিস্তার করতে পারেননি।
জনমত জরিপে অংশ নেয়া নির্দলীয় ব্যক্তিদের ৩১ শতাংশ ট্রাম্পের পক্ষে ইতিবাচক মতামত দিয়েছেন। বাইডেন সম্পর্কে ইতিবাচক মোট দিয়েছেন ৩২ শতাংশ নির্দলীয় ব্যক্তি।
ডেমোক্র্যাটের দলীয় ভোটে ৬৩ শতাংশ মনে করেন নতুন সরকার গঠনের জন্য ৮০ বছর বয়সী জো বাইডেন উপযুক্ত নন। অবশ্য জরিপে ৩৭ শতাংশ ডেমোক্র্যাট সদস্য ভিন্নমত পোষণ করেছেন।
এরপরও ডেমোক্র্যাটিক প্রতিযোগিতায় ৬৩ শতাংশ দলীয় সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্টি ভ্যাকসিন কর্মী রবার্ট এফ ক্যানেডি জুনিয়র ১৫ শতাংশ সমর্থন পেয়েছেন।