বাংলাদেশ সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করছেন। তাদের বলব ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য। একইসঙ্গে ফখরুলের বক্তব্যে এটি স্পষ্ট যে তারা সহিংসতার রাজনীতি করতে চান, যা তারা শুরুও করেছেন। তবে সরকার তাদের কঠোর হাতে দমন করবে।’
ঢাকায় বিভিন্ন দূতাবাসের কয়েকজন রাষ্ট্রদূত যে বিবৃতি দিয়েছে সে বিষয়ে মতামত জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘১৩টি দেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দিয়েছেন। এটি রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের জোটবদ্ধ হয়ে দেয়া বিবৃতি। ভিয়েনার কনভেনশন অনুযায়ী এটি রাষ্ট্রদূতদের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রদের অনুরোধ জানাব ভিয়েনার কনভেনশন মেনে চলার জন্য।’
তিনি বলেন, ‘ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশেপাশের অন্য দেশে যখন সহিংসতা হয় সেখানে তো রাষ্টরদূতরা এভাবে বিবৃতি দেন না। আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেয়া হচ্ছে?
‘আসলে আমাদের কিছু রাজনৈতিক দল, সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেয়ার জন্য তাদের উসকানি দেয়। তাই রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে, এ ব্যাপারে প্রশ্ন তোলার আগে, আমি মনে করি উসকানিদাতারা এ ক্ষেত্রে দায়ী। তবে অবশ্যই কূটনীতিক ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন।’