ইরানে ইসরায়েলের হামলায় ওয়াশিংটন যুক্ত হলে লোহিত সাগরে অ্যামেরিকান জাহাজে হুতিরা আক্রমণ শুরু করবে বলে জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির সামরিক মুখপাত্র।
আল জাজিরা শনিবার জানায়, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির বিবৃতি প্রচার করে।
ওই বিবৃতিতে যেকোনো আরব বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে লক্ষ্য করে চালানো ‘জায়নবাদী আগ্রাসনের’ বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন সারি।
ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে লোহিত সাগরে জাহাজে আক্রমণ শুরু করে হুতিরা।
গোষ্ঠীটির দাবি, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা এ হামলা চালিয়েছে।
গুরুত্বপূর্ণ এ নৌপথে হুতিদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে হামলা চালায় অ্যামেরিকা। এর একপর্যায়ে হামলা বন্ধে উভয় গোষ্ঠী চুক্তি করে।
হুতিরা অ্যামেরিকার জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিলেও ইসরায়েলের জাহাজ এ চুক্তির আওতাভুক্ত নয়।
অ্যামেরিকার সঙ্গে চুক্তির পর বিভিন্ন সময়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।