পুরো মন্টানা স্টেইট এবং আইডাহো, কলোরাডো ও অ্যারিযোনা স্টেইটের কয়েকটি এলাকার জন্য এয়ার কোয়ালিটি অ্যালার্ট জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
কুয়াশা ও ধোঁয়ার কারণে ইউটাহবাসীদের ঘরে থাকার অনুরোধ করেছে ইউটাহ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল কোয়ালিটি। শুক্রবার থেকে ডেনভার ও উত্তর-পূর্ব কলোরাডো ধোঁয়ায় আচ্ছন্ন হতে শুরু করে।
আইডাহোর এলাকাগুলোর সপ্তাহের শুরু থেকে ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করে।
ক্যানাডার আলবার্টায় দাবানলের কারণে এরই মধ্যে কয়েক হাজার বাসিন্দাকে এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির বৃটিশ কলাম্বিয়া স্টেটেও দাবানল ছড়িয়ে পড়েছে।
অ্যামেরিকার উত্তর-পূর্বাঞ্চলেও ধোঁয়ার কারণে আকাশ ঘোলা থাকতে পারে। তবে, এসব অঞ্চলে বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি কম। কারণ সমতল থেকে ধোঁয়ার স্তর প্রায় ২০ হাজার ফিট ওপরে আছে।