বাইডেনের সইয়ে সামরিক বিচারবিধিতে ‘ঐতিহাসিক’ সংস্কার

টিবিএন ডেস্ক

জুলাই ২৮ ২০২৩, ১৫:৩১

বাইডেনের সইয়ে সামরিক বিচারবিধিতে ‘ঐতিহাসিক’ সংস্কার
  • 0

অ্যামেরিকার সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের মামলা পরিচালনায় পরিবর্তন আনতে ‘ঐতিহাসিক’ নির্বাহী আদেশে শুক্রবার সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর মধ্য দিয়ে ইউনিফর্ম কোড অফ মিলিটারি জাস্টিস (ইউসিএম) সংশোধিত হলো।

নতুন কোড অনুযায়ী যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা, হত্যা ও শিশু নির্যাতনের মতো গুরুতর মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমান্ডারদের থেকে স্বতন্ত্র সামরিক প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হলো।

হোয়াইট হাউয জানিয়েছে, ১৯৫০ সালে ইউসিএম প্রতিষ্ঠিত হওয়ার পর এটিই সবচেয়ে তাৎপর্যপূর্ণ সংস্কার। কংগ্রেসে গত বছর এই সংস্কার প্রস্তাব পাস হয়। এর লক্ষ্য, সামরিক বাহিনীর সদস্যদের সুরক্ষা জোরদার করা। এটি কার্যকর হলে, গুরুতর অভিযোগকে গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য অভিযোগকারীকে নিজ নিজ কমান্ডারের দয়ার উপর নির্ভর করে থাকতে হবে না।

হোয়াইট হাউযের বিবৃতিতে বলা হয়েছে, ‘ঐতিহাসিক এই সংস্কার ভুক্তভোগীদের আরও ভালোমতো সুরক্ষা দেবে ও নিশ্চিত করবে যে প্রসিকিউটরিয়াল সিদ্ধান্তগুলো চেইনের কমান্ড থেকে সম্পূর্ণ স্বাধীন হবে… সামরিক বাহিনীতে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার সদস্যদের জন্য এই সংস্কার একটি টার্নিং পয়েন্ট।’