নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে আবাসিক ভবন থেকে ৭৬ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার সন্ধ্যায় শহরের লোয়ার ইস্ট সাইডে এইটিন মনরো স্ট্রীট থেকে নিহতের অ্যাপার্টমেন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জরুরি নম্বরে কল পেয়ে রাত ৮টার আগে বৃদ্ধার অ্যাপার্টমেন্টে পৌঁছায় এনওয়াইপিডি।
সেখানে কর্মকর্তারা ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। তার মাথা ও শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল।
ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস তাকে মৃত ঘোষণা করে।
চিফ মেডিক্যাল এক্সামিনার ময়নাতদন্তের পর জানায়, ওই নারীকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগীর প্রতিবেশীরা।
তাদের মধ্যে একজন বলেন, ‘হত্যাকাণ্ড যে ঘটিয়েছে তিনি বুঝতে পেরেছেন ভুক্তভোগী বয়স্ক, তরুণদের মতো সহজে সরে পড়তে পারবেন না, আর এ সুযোগটাই কাজে লাগিয়েছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক প্রতিবেশী জানান, ভুক্তভোগীর মরদেহ উদ্ধারের আগের রাতে অ্যাপার্টমেন্টের ভিতর থেকে ধ্বস্তাধ্বস্তির শব্দ শোনা গিয়েছিল।
একই ভবনের অন্য একটি অ্যাপার্টমেন্টে থাকা এক ব্যক্তি বলেন, ‘আবাসিক ভবনটি সংরক্ষিত। চাইলেই কেউ আসা-যাওয়া করতে পারেন না।
‘আগে বাজার চাপতে হয়, তারপর কেউ অনুমতি দিলে ভিতরে ঢুকতে পারে। তাহলে সন্দেহভাজন এমন কেউ ছিল যার ভিতরে পবেশের অনুমতি আছে।‘
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সন্দেহভাজনকে খুঁজতে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা।