বার্সেলোনার সঙ্গে ১৭ বছরের সর্ম্পক ছিন্ন করে ২০২১ সালে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন মেসি। আগামী মৌসুমে অ্যামেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) টিম ইন্টার মায়ামিতে খেলবেন তিনি।
বার্সেলোনায় পুনরায় মেসির ফেরার গুঞ্জন ছিল। লাপোর্তো জানান, নিজের ইচ্ছাতেই বার্সেলোনায় ফেরেননি মেসি।
সম্প্রতি স্প্যানিশ টেলিভিশন চ্যানেলকে লাপোর্তা বলেন, ‘মেসি বার্সায় ফেরেনি কারণ এই চাপ আর সে নিতে চায়নি। আমরা তাকে সম্মান করি। আশা করি, মায়ামিতে সে খুব ভালোই করবে।’