
অ্যাক্সিওসের প্রতিবেদন
ইরানের ওপর আবার হামলার প্রস্তুতি ইসরায়েলের

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭ ২০২৫, ২১:৩৯

তেহরানে গত ১৩ জুন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ির পাশে স্থানীয় লোকজন। ছবি: রয়টার্স
- 0
হোয়াইট হাউসে সোমবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের নৈশভোজের আগে এ খবর প্রকাশ করে অ্যাক্সিওস।
ইরান পরমাণু কর্মসূচি ফের চালু করলে দেশটির ওপর সম্ভাব্য হামলার জন্য ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে অ্যাক্সিওস।
ওয়াকিবহাল দুটি সূত্রের বরাত দিয়ে অ্যামেরিকাভিত্তিক সংবাদমাধ্যমটি আরও জানায়, নতুন কোনো ইসরায়েলি হামলায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সবুজ সংকেত দিতে পারেন বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা।
হোয়াইট হাউসে সোমবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের নৈশভোজের আগে এ খবর প্রকাশ করে অ্যাক্সিওস।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আলোচনার প্রাথমিক বিষয় হবে ইরানের পরমাণু সংকট নিয়ে সম্ভাব্য করণীয়।
ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, ইরানের সঙ্গে অ্যামেরিকার ভবিষ্যৎ পরমাণু আলোচনার বিষয়ে ট্রাম্পের সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে চান নেতানিয়াহু। এ ছাড়া ইরানের ওপর নতুন করে হামলার ‘ন্যায্যতা দেওয়া’ পরিস্থিতির বিষয়েও ট্রাম্পের সঙ্গে মতের ভিন্নতা দূর করতে চান তিনি।
সূত্র দুটি জানায়, নেতানিয়াহুর শীর্ষ উপদেষ্টা রন ডারমার রুদ্ধদ্বার ব্রিফিংয়ে ইসরায়েলি কর্মকর্তাদের জানান, ওয়াশিংটনে সাম্প্রতিক সফর থেকে ফিরে তার মনে হয়েছে,সুনির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ইরানের ওপর নতুন কোনো ইসরায়েলি হামলায় সমর্থন দেবে ট্রাম্প প্রশাসন।
সূত্র দুটি আরও জানায়, একটি পরিস্থিতি হবে অ্যামেরিকান বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু ক্ষেত্র ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে ইরানের চেষ্টা। আরেকটি পরিস্থিতি হবে ইরান কর্তৃক পরমাণু কর্মসূচি, বিশেষত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোর পুনর্নির্মাণ।
গত সপ্তাহে অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে অ্যামেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেন রন ডারমার।
ইসরায়েলি হামলার প্রস্তুতি নিয়ে অ্যাক্সিওসের করা প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
ইসরায়েল ও ইরানের মধ্যকার ১২ দিনের যুদ্ধ বন্ধ হওয়ার পর ট্রাম্প দুইবার হুঁশিয়ার করে বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করলে ইরানের ওপর আবার হামলা করতে পারে অ্যামেরিকা।
সম্ভাব্য সংঘাত এড়াতে তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে ওয়াশিংটন সমাধানে পৌঁছাতে চায় বলেও তিনি মন্তব্য করেছেন।
প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধে অ্যাক্সিওসের কাছে সাড়া দেয়নি হোয়াইট হাউস।