ব্রুকলিনে বন্দুক হামলা, আহত ২

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৯ ২০২৫, ৫:৫৪

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: নিউ ইয়র্ক ডেইলি নিউজ

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: নিউ ইয়র্ক ডেইলি নিউজ

  • 0

আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের আচরণ অসহযোগিতামূলক বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক পুলিশ।

ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশের ই. নাইন্টি ফাইভ স্ট্রিট এবং লেনক্স রোডের কাছে শনিবার ভোরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। নাইন ওয়ান ওয়ানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৯ বছর বয়সী এক যুবককে পেটে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ বছর বয়সী এক যুবকের বাম পায়ে গুলি লাগে। তাকেও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আহতদের উদ্ধারের পর ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা স্থিতিশীল। কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগী কেউই পুলিশকে ঘটনাটি জানায়নি।

হামলার সাথে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি। পুলিশ বন্দুকধারী ব্যক্তিকে ধরতে ইতোমধ্যে এলাকাটিতে তল্লাশি অভিযান শুরু করেছে। বন্দুকধারীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে গেলো বৃহস্পতিবার রাতে ক্যানারসির অ্যাভিনিউ এল-এর কাছে ই. নাইন্টি ফোরটিয়েথ স্ট্রিটে একদল লোকের ওপর গুলি চালায় এক ব্যক্তি। এ ঘটনায় দুজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যান।

বৃহস্পতিবারের গুলিবর্ষণের ঘটনায় জড়িত বন্দুকধারীকে শনিবার পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে পুলিশ দুটি বন্দুক হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ্ করেছে।