কারাগারে মারা গেছেন শিকাগোতে ফিলিস্তিনি শিশু হত্যাকারী শুবা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬ ২০২৫, ২১:৪০

সাজা খাটার মধ্যে বৃহস্পতিবার মৃত্যু হয় শুবার। ছবি: এনবিসি নিউজ

সাজা খাটার মধ্যে বৃহস্পতিবার মৃত্যু হয় শুবার। ছবি: এনবিসি নিউজ

  • 0

ইলিনয় স্টেইটের বাসিন্দা শুবা ২০২৩ সালে বিদ্বেষ থেকে ছয় বছরের শিশুটিকে হত্যা করেন। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এ ঘটনায় তাকে ৫৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শিকাগোর উপকণ্ঠে প্লেইনফিল্ড পৌর এলাকায় ফিলিস্তিনি অ্যামেরিকান এক ছেলে শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কারাবন্দি ৭৩ বছর বয়সী আসামি জোসেফ শুবার মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এনবিসি নিউজ শনিবার এ তথ্য জানিয়েছে।

ইলিনয় স্টেইটের বাসিন্দা শুবা ২০২৩ সালে বিদ্বেষ থেকে ছয় বছরের শিশুটিকে হত্যা করেন। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এ ঘটনায় তাকে ৫৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উইল কাউন্টি শেরিফের দপ্তর এক বিবৃতিতে জানায়, সাজা খাটার মধ্যে বৃহস্পতিবার মৃত্যু হয় শুবার।

এ আসামির মৃত্যুর কারণ জানাননি কর্মকর্তারা।

ইসরায়েলে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার কয়েক দিন পর ওয়াদি আলফাউমিকে ছুরিকাঘাতে হত্যার পাশাপাশি শিশুটির মাকে আহত করেন শুবা। এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে দোষী সাব্যস্ত করা হয় তাকে।

মায়ের সঙ্গে শুবার প্লেইনফিল্ডের বাড়ির একটি কক্ষে ছিল শিশুটি। মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে মুসলিম হওয়ায় শিশুটি ও তার মাকে লক্ষ্যবস্তু বানান শুবা।

কর্মকর্তারা জানান, ছোট শিশুটিকে ২৬ বার ছুরিকাঘাত করেন শুবা। এ ছাড়া তার মা হানান শাহিনকে ১২ বার ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন তিনি।

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর থেকে প্রায় ১৫ বছর বয়সের সময় অ্যামেরিকায় আসেন শাহিন।

তিনি আদালতকে জানান, ছুরিকাঘাতের কয়েক দিন আগে শুবা তাকে জানিয়েছিলেন, ফিলিস্তিনিরা ইহুদিদের হত্যা করছে।

সে সময় শাহিন ও তার সন্তানকে বাড়িটি ছেড়ে চলে যাওয়ার কথাও বলেছিলেন শুবা।