অ্যামেরিকার ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন। কার্টার সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, তিনি বর্তমানে স্বামীর সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন ও পছন্দের মানুষদের সঙ্গে দেখা করছেন।
৯৫ বছর বয়সী সাবেক ফার্স্ট লেডিকে নিয়ে গুঞ্জন কমাতে ও তার মানসিক স্বাস্থ্য সম্পর্কে সবাইকে অবহিত করতে বিবৃতি দেয় দ্য কার্টার সেন্টার।
তার স্বামী জিমি কার্টার বেশ কিছুদিন হাসপালে চিকিৎসা নেয়ার পরে ফেব্রুয়ারি থেকে জীবনের শেষ মুহূর্তগুলো বাসায় কাটাচ্ছেন।
কার্টার যুগল ১৯৪৬ সালে বিয়ে করেন। অ্যামেরিকার ইতিহাসে কোন সাবেক প্রেসিডেন্টের সবচেয়ে লম্বা বৈবাহিক জীবন কাটাচ্ছেন তারা। বর্তমানে জিমি কার্টারের বয়স ৯৮। অ্যামেরিকার সবচেয়ে বেশি বয়সী সাবেক প্রেসিডেন্ট তিনি। জিমি ও রোজালিন কার্টার ১৯৮২ সালে জর্জিয়াতে দ্য কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন।