ইরাক যুদ্ধে নিহত সেনার নামে ব্রঙ্কসের রাস্তা

টিবিএন ডেস্ক

জুন ১১ ২০২৩, ১৩:৫৭

ব্রঙ্কসের ফোর্ডহ্যাম রোড ও গ্র্যান্ড কনকোর্সের মাঝের সড়কটির নাম দেয়া হয়েছে ‘লুইস মারিনো’। ছবি: সংগৃহীত

ব্রঙ্কসের ফোর্ডহ্যাম রোড ও গ্র্যান্ড কনকোর্সের মাঝের সড়কটির নাম দেয়া হয়েছে ‘লুইস মারিনো’। ছবি: সংগৃহীত

  • 0

ইরাক যুদ্ধে ২০০৪ সালে নিহত তরুণ অ্যামেরিকান সেনা লুইস ম্যানুয়েল মারিনোর নামে নিউ ইয়র্কের ব্রঙ্কসের একটি রাস্তার নামকরণ করা হয়েছে।

সিটি মেয়র এরিক অ্যাডামস শনিবার ফোর্ডহ্যাম রোড ও গ্র্যান্ড কনকোর্সের মাঝের সড়কটির নাম দিয়েছেন ‘লুইস মারিনো’।

মারিনোর বাড়ি ছিল ব্রঙ্কসে। ১৯ বছর বয়সে দায়িত্বরত অবস্থায় ইরাকের বাগদাদে নিহত হন তিনি। 

তার প্রতি শ্রদ্ধা জানাতে এই নামকরণের উদ্যোগ নেয় নগর কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিনোর স্বজন ও বন্ধুরা। 

সিটি মেয়র বলেছেন, মারিনোর আত্মত্যাগ সব সময় মনে রাখবে দেশবাসী। তিনি বেঁচে থাকবেন সবার স্মৃতিতে।

স্বজনরা জানান, মারিনো তার পরিবারের জন্য এখন অনুকরণীয় ব্যক্তিত্ব। ক্ষুদে সদস্যদের আদর্শ তিনি।

মারিনোর ১২ বছর বয়সী ভাতিজা বলে, ‘তিনি আর্মিতে কাজ করতেন, যুদ্ধে লড়েছেন। তিনি খুবই কর্মঠ মানুষ ছিলেন।’

আঙ্কেলের পথ ধরেই হাঁটবেন বলে জানালো শিশুটি।

 


0 মন্তব্য

মন্তব্য করুন