হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বিদেশ যাওয়ার সময় রবিবার দুপুরে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি অফিস সূত্রে জানা গেছে, ডিবি কার্যালয়ে নেওয়ার পর সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জানা গেছে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যাচেষ্টার ওই মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানোর হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।