কর্তৃপক্ষ জানিয়েছে, চামোলি ডিস্ট্রিক্টের অলকানন্দা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটেছে। আহত অন্তত ১৫ জনকে চামোলি হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ ও পাঁচ জন হোমগার্ড।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হওয়ায় প্রকল্প এলাকার একটি ব্রিজ বিদ্যুতায়িত হয়। ব্রিজ দিয়ে চলাচলকারিরা সে সময় আক্রান্ত হন।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে প্রদেশের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।