আহত আরও সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিকাগো পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ অ্যাডনার্ডো গুটেরেযের তথ্য অনুযায়ী, রাত ১টার দিকে কিছু ব্যক্তি মৃত একজনের স্মরণে একত্রিত হন। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে গুলি শুরু হয়।
গুটেরেয বলেন, ‘তারা সেখানে উদযাপন করছিল এবং তারপরে বাকবিতণ্ডা শুরু হয়। কেউ একজন বা একাধিক ব্যক্তি এরপর গুলি করতে শুরু করেন।’
২৫ বছর বয়সী একজন নারীকে মাউন্ট সিনাই হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বুকে গুলিবিদ্ধ ২৯ বছর বয়সী আরেক নারীর অবস্থা আশঙ্কাজনক।
শিকাগো সান-টাইমস জানিয়েছে, আহত অন্যদের বয়স ১৭ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের অবস্থা স্থিতিশীল।
এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন শিকাগো পুলিশ চিফ গুটেরেয।