ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় জিমিন বলেন, ‘হাই রায়ান ও কেন, আমি জিমিন। আপনার সিনেমা মুক্তি পাওয়ায় অভিনন্দন জানাই। আমার ভক্তরা আপনার ভিডিও দেখে উচ্ছসিত, আপনাকে অনেক ধন্যবাদ। আমার পোশাকে আপনাকে দারুণ মানিয়েছে।’
জিমিন বলেন, ‘এই গিটারের জন্য আপনাকে ধন্যবাদ। সত্যিই ভালো লেগেছে এবং আমি বার্বি দেখার অপেক্ষায় আছি। গো বার্বি!’
গত সপ্তাহে বার্বির প্রিমিয়ারের আগে গসলিং 'পারমিশন টু ডান্স' মিউজিক ভিডিওতে জিমিনের ওয়েস্টার্ন-স্টাইলের পোশাকটি পরেন।
জিমিনকে উদ্দেশ করে গসলিং বলেন, “আমি লক্ষ করেছি আপনার ‘পারমিশন টু ডান্স’ পোশাকটি বার্বিতে আমার চরিত্র কেন-এর পোশাকের মতো। আমাকে এটি আপনার দিতেই হবে। আপনিই প্রথম যিনি এই পোশাকটি পরেছেন। আশা করব আপনি কেনের এই গিটার আমার উপহার হিসেবে গ্রহণ করবেন।”
বার্বি সিনেমায় গিটার বাজিয়ে 'ম্যাচবক্স টোয়েন্টি'র 'পুশ', গানটি গেয়েছেন কেন চরিত্রে অভিনয় করা গসলিং।