রুবিক্স কিউব হাতে টাইটানে সুলেমান, গড়তে চেয়েছিল রেকর্ড

টিবিএন ডেস্ক

জুন ২৬ ২০২৩, ২২:১৭

বিধ্বস্ত সাবমার্সিবল টাইটানের কনিষ্ঠ আরোহী সুলেমান দাউদ। ছবি: সংগৃহীত

বিধ্বস্ত সাবমার্সিবল টাইটানের কনিষ্ঠ আরোহী সুলেমান দাউদ। ছবি: সংগৃহীত

  • 0

অ্যাটলান্টিকের সমুদ্রতলে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে যাওয়া সাবমার্সিবল টাইটানের পাঁচ আরোহীর মধ্যে সর্বকনিষ্ঠ ছিল পাকিস্তানের বংশোদ্ভূত ১৯ বছর বয়সী সুলেমান দাউদ। বাকি আরোহীদের মধ্যে একজন ছিলেন তার বাবা পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ।

রোমাঞ্চকর যাত্রায় সুলেমান সমুদ্রের ৩ হাজার ৭শ’ মিটার নিচে রুবিক্স কিউব সমাধান করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চেয়েছিল।

সুলেমানের মা ক্রিস্টিন দাউদ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

ক্রিস্টিন জানান, সুলেমান রুবিক্স কিউবের প্রতি খুবই আকৃষ্ট ছিল। সে মাত্র ১২ সেকেন্ডেই এটি সমাধান করতে পারতো। রুবিক্স কিউব ছাড়া সুলেমান কোথাও যেত না।

তিনি বলেন, “সুলেমান আমাকে বলেছিল, ‘আমি ৩ হাজার ৭শ’ মিটার পানির নিচে রুবিক্স কিউব সমাধান করব।’ ও খুবই উচ্ছ্বসিত ছিল।”

ক্রিস্টিন জানিয়েছেন, টাইটানে যাওয়ার আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বোচ্চ গভীরতায় রুবিক্স কিউব সমাধানের রেকর্ড করার চেষ্টার জন্য আবেদন করেছিল সুলেমান।

সাক্ষাৎকারে কিস্টিন জানান, বহুদিন ধরেই তারা পরিবারের সবাই মিলে টাইটান সাবমার্সিবলে সমুদ্র তলদেশ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

অবশ্য সুলেমানের বয়স তখন খুবই কম হাওয়ায় তাকে ছাড়াই ওশেনগেটের সঙ্গে ভ্রমণ পরিকল্পনা করেন শাহজাদা-ক্রিস্টিন দম্পতি। তবে করোনা মহামারির কারণে সেটি আর সম্ভব হয়ে ওঠেনি।

করোনা পরবর্তী সময়ে ওশেনগেটের সঙ্গে আবার আলোচনা শুরু হলে নিজের জায়গা ছেলে সুলেমানের জন্য ছেড়ে দেন ক্রিস্টিন।

তিনি বলেন, ‘তারপর আমি পিছিয়ে আসি। কারণ আমার ছেলে এই ভ্রমণের জন্য খুবই আগ্রহী ছিল।’

স্বামী ও একমাত্র ছেলেকে হারিয়ে শোকার্ত ক্রিস্টিন জানান, সে ও তার মেয়ে আলিনা প্রতিনিয়ত শাহজাদা ও সুলেমানকে মিস করেন।

সুলেমানের স্মৃতি ধরে রাখতে ক্রিস্টিন ও আলিনা দুজনই রুবিক্স কিউব সমাধান শেখার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন।

সাবমার্সিবল টাইটান ১৮ জুন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে যাওয়ার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যেই নিখোঁজ হয়। প্রায় পাঁচদিনের চেষ্টার পর বৃহস্পতিবার অনুসন্ধান দলগুলো টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে সাবমার্সিবলটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।

ইউএস কোস্ট গার্ডের দাবি, সমুদ্রতলে ভয়ানক বিস্ফোরণের শিকার হয় টাইটান। সাবমার্সিবলে থাকা পাঁচ আরোহীর সবার এতে মৃত্যু হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন