থ্রেডসে পাঁচ দিনেই ১০০ মিলিয়ন সাইন আপ

টিবিএন ডেস্ক

জুলাই ১০ ২০২৩, ২৩:১১

চ্যাট জিপিটিকে পেছনে ফেলে সবচেয়ে কম সময়ে ১০০ মিলিয়ন সাইন আপের তালিকায় শীর্ষে থ্রেডস। ছবি: সংগৃহীত

চ্যাট জিপিটিকে পেছনে ফেলে সবচেয়ে কম সময়ে ১০০ মিলিয়ন সাইন আপের তালিকায় শীর্ষে থ্রেডস। ছবি: সংগৃহীত

  • 0

ফেসবুক, ইন্সটাগ্রামের মূল সংস্থা মেটার নতুন অ্যাপ থ্রেডস চালু হওয়ার পাঁচ দিনেরও কম সময়ে ১০০ মিলিয়নেরও বেশি ইউজার অ্যাপটিতে সাইন আপ করেছেন।  

ডেটা ট্র্যাকিং ওয়েবসাইটগুলো সোমবার জানিয়েছে, এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাট জিটিপির দখলে ছিল দ্রুত বাড়তে থাকা ইউজারের রেকর্ড। সেটি ভেঙে শীর্ষস্থানে এখন থ্রেডস।

১০০ মিলিয়ন ইউজারের লক্ষে পৌঁছাতে চ্যাট জিপিটির সময় লেগেছে প্রায় দুই মাস। ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক নিয়েছে নয় মাস। মেটা পরিচালিত ইন্সটাগ্রাম ১০০ মিলিয়ন ব্যবহারকারীর লক্ষে পৌঁছাতে প্রায় আড়াই বছর সময় নিয়েছে।

থ্রেডস অবশ্য কোনো স্বতন্ত্র অ্যাপ নয়। মেটার পক্ষ থেকে অ্যাপস্টোরে থ্রেডসের বর্ণনায় বলা হয়েছিল, অ্যাপটির জন্য ভিন্ন সাইনআপের প্রয়োজন নেই। ব্যবহারকারীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেই থ্রেডস লগইন করা যাবে।

‘টুইটার-কিলার’ নামে পরিচিতি পাওয়া মাইক্রো-ব্লগিং অ্যাপটি নিয়ে শুরুতেই বিতর্ক দেখা দেয়।

কিছু ইউজার তাদের থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে বিপত্তি বাঁধে। দেখা যায়, থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে গেলে ওই ইউজারের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যাচ্ছে।

তারপরও থেমে থাকেনি থ্রেডস সাইনআপ। ইন্সটাগ্রাম পাওয়ার্ড বাই থ্রেডসকে বিশ্বখ্যাত কনভারসেশন অ্যাপ টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন ব্যবহারকারীরা।

টুইটারে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ মিলিয়ন। প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন থ্রেডস খুব দ্রুতই টুইটারকে টেক্কা দেবে।

মেটার উল্লেখিত সময়ের একদিন আগেই গত ৬ জুলাই ১০০টিরও বেশি দেশে অ্যাপল ও অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ স্টোরে লাইভ হয় থ্রেডস। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মেটার গোপনীয়তা আইনের বিরোধের কারণে ইউরোপের দেশগুলোতে থ্রেডস অ্যাপটি বন্ধ রাখা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন