যাত্রা শুরু করল মাস্কের এআই কোম্পানি ‘এক্সএআই’

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ৪:১৫

এক্সএআই দিয়ে এইআই প্রতিযোগিতার অংশ হলেন মাস্ক। ছবি: টুইটার

এক্সএআই দিয়ে এইআই প্রতিযোগিতার অংশ হলেন মাস্ক। ছবি: টুইটার

  • 0

ঘোষণা দেয়ার তিন মাসের মধ্যে নিজের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) কোম্পানি শুরু করলেন ইলন মাস্ক। বুধবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় মাস্কের ‘এক্সএআই’ এর।

গত এপ্রিলে ফক্স টিভিকে এক সাক্ষাৎকারে নিজস্ব এআই কোম্পানি খোলার কথা বলেছিলেন মাস্ক। তারই ধারাবাহিকতার যাত্রা শুরু করল এক্সএআই।

টেসলা, স্পেস এক্স ও টুইটারের মালিক মাস্কের এ নতুন কোম্পানি পক্ষ থেকে জানানো হয় যে, এটি টুইটারের মূল কোম্পানি এক্স কর্পের চেয়ে আলাদা ও স্বাধীনভাবে কাজ করবে।

তবে, টেসলা ও টুইটারের সঙ্গে এটি নিবিড়ভাবে জড়িত থাকবে বলে জানানো হয়েছে।

এক্সএআই এর উদ্বোধনী বার্তায় জানানো হয়, কোম্পানিটি ‘মহাবিশ্বের প্রকৃতির মূল রহস্য সন্ধানে কাজ করবে।‘

এরই মধ্যে ওপেন এআই, গুগল, মাইক্রোসফট ও টেসলা থেকে দক্ষ এআই বিশেষজ্ঞদের একটি দলকে নিযুক্ত করা হয়েছে এক্সএআইয়ে। কোম্পানিটি তাদের মূল প্রতিদ্বন্দ্বি ভাবছে অত্যন্ত জনপ্রিয় চ্যাট জিপিটি ও এর নির্মাতা ওপেন এআইকে।


0 মন্তব্য

মন্তব্য করুন