গত এপ্রিলে ফক্স টিভিকে এক সাক্ষাৎকারে নিজস্ব এআই কোম্পানি খোলার কথা বলেছিলেন মাস্ক। তারই ধারাবাহিকতার যাত্রা শুরু করল এক্সএআই।
টেসলা, স্পেস এক্স ও টুইটারের মালিক মাস্কের এ নতুন কোম্পানি পক্ষ থেকে জানানো হয় যে, এটি টুইটারের মূল কোম্পানি এক্স কর্পের চেয়ে আলাদা ও স্বাধীনভাবে কাজ করবে।
তবে, টেসলা ও টুইটারের সঙ্গে এটি নিবিড়ভাবে জড়িত থাকবে বলে জানানো হয়েছে।
এক্সএআই এর উদ্বোধনী বার্তায় জানানো হয়, কোম্পানিটি ‘মহাবিশ্বের প্রকৃতির মূল রহস্য সন্ধানে কাজ করবে।‘
এরই মধ্যে ওপেন এআই, গুগল, মাইক্রোসফট ও টেসলা থেকে দক্ষ এআই বিশেষজ্ঞদের একটি দলকে নিযুক্ত করা হয়েছে এক্সএআইয়ে। কোম্পানিটি তাদের মূল প্রতিদ্বন্দ্বি ভাবছে অত্যন্ত জনপ্রিয় চ্যাট জিপিটি ও এর নির্মাতা ওপেন এআইকে।