‘পাসুরি নু’ শিরোনামের গানটি আসন্ন বলিউড চলচ্চিত্র ‘সাতইয়াপ্রেম কি কাথা’-তে স্থান পেয়েছে। এতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি।
অফিশিয়াল মিউজিক ভিডিওটি সোমবার ইউটিউবে প্রকাশের পর থেকে ১১ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।
অনেক ভারতীয় শ্রোতা মিউজিক ভিডিওটির সমালোচনা করেছেন। নির্মাতাদের মূল গানটিকে সম্পূর্ণভাবে নষ্ট করার জন্য অভিযুক্ত করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘চমৎকার চেষ্টা, তবে দয়া করে আর করবেন না।’
অরিজিৎ সিং-কে উদ্দেশ করে একজন লিখেছেন, নিশ্চয়ই তিনি ভালো গায়ক। তবে তার উচিত ভালো গানগুলোর সঙ্গে তালগোল পাকানো বন্ধ করা।
কেউ কেউ বলছেন, বলিউডের পুরোনো চলচ্চিত্র ও গানগুলোর নতুন সংস্করণে তারা অতিষ্ঠ।
গানটির অবশ্য প্রশংসা করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘পাসুরির এই সংস্করণটি পছন্দ হয়েছে।’
অরিজিৎ-এর এক ভক্ত লিখেছেন, ‘অরিজিৎ স্যারের পাসুরির সংস্করণটি সঙ্গীত অনুরাগীদের জন্য সেরা উপহার।’
রিমেক গানটি পপ হুকের সঙ্গে মূল কোরাসটিও ধরে রেখেছে।
পাসুরি পাঞ্জাবি শব্দ, যার অর্থ ‘বিশৃঙ্খলা’। গত বছর পাকিস্তানের কোক স্টুডিওতে গাওয়া আলী শেঠি ও শাই গিলের গানটি দুই দেশে তুমুল জনপ্রিয়তা পায়। প্রকাশের আগেই গানটিকে ঘিরে ছিল উত্তেজনা। ভারতের প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং কীভাবে নতুন সংস্করণটি গেয়েছেন তা শুনতে উন্মুখ ছিলেন শ্রোতারা।
গত বছর কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে মুক্তি পায় গানটি। কয়েক সপ্তাহ ধরে এটি ভারতের মিউজিক চার্টে শীর্ষস্থানে ছিল।