অ্যামেরিকার নতুন ভিসা নীতিকে স্বাগত জানাল ঢাকা

টিবিএন ডেস্ক

মে ২৬ ২০২৩, ০:২২

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকার নতুন ভিসা নীতির প্রসঙ্গে বাংলাদেশ বলেছে, এই নীতি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিকে সমর্থন করে।

 কারণ দক্ষিণ এশিয়ার এই দেশটিতে যারা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে ওয়াশিংটন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের জন্য একটি আগাম সতর্কতা জারি করেছে। 

অ্যামেরিকান সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেনের ঘোষণার বিষয়ে ঢাকার প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে তিনি বলেন, ‘নতুন অ্যামেরিকান নীতি বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।’

মোমেন বলেন, ‘নীতিটি ভালো, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি বাংলাদেশ সরকারের ওপর কোনো বাড়তি চাপ সৃষ্টি করেনি যখন ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক চমৎকার রয়েছে।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আশা করে বলেন, ‘নতুন অ্যামেরিকান ভিসা নীতি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে কোনো সহিংসতা না করতে সতর্ক করবে। কারণ এই ভিসা নিষেধাজ্ঞা শুধু ক্ষমতাসীন দলের জন্য নয়, বরং বিরোধীদের জন্যও।’

তিনি বলেন, সরকার অগ্নিসংযোগ, সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চায় না।

অ্যামেরিকা বুধবার বলেছে, তারা বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করবে যারা নির্বাচনকে ক্ষুণ্ন করবে। দৃশ্যত ২০২৪ সালের জানুয়ারির শুরুতে আসন্ন নির্বাচনে অশান্তি বৃদ্ধির আশঙ্কায় এটি একটি পূর্ব সতর্কতা।   

মোমেন বলেন, ব্লিনকেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য শেখ হাসিনার প্রতিশ্রুতির প্রশংসা করলে তার অ্যামেরিকান সমকক্ষ তাকে সপ্তাহ আগে নতুন ভিসা নীতি সম্পর্কে অবহিত করেছিলেন।

মোমেন তাকে পাঠানো ব্লিনকেনের চিঠির উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এই নীতি বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী হাসিনার বিবৃত প্রতিশ্রুতিকে সমর্থন করে এবং বাংলাদেশী নাগরিক বা সব রাজনৈতিক দলের কর্মকর্তারা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ দাবিকে ক্ষুণ্ন করলে অ্যামেরিকা পদক্ষেপ গ্রহণ করতে পারে।’ 

আওয়ামী লীগ সব সময় ভোটারদের ওপর বিশ্বাস রাখে বলেও মন্তব্য করেন মোমেন।


0 মন্তব্য

মন্তব্য করুন