অ্যামেরিকান গাড়ি কেনে না ইউরোপ, ট্রাম্পের এ দাবি কতটা সত্য?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭ ২০২৫, ১৯:৫৫

সারিবদ্ধ গাড়ির পেছনে অ্যামেরিকা ও ইইউর পতাকা। ছবি: ইঅটো

সারিবদ্ধ গাড়ির পেছনে অ্যামেরিকা ও ইইউর পতাকা। ছবি: ইঅটো

  • 0

অ্যামেরিকা ২০২৪ সালে ইইউ থেকে প্রায় ৬০৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। অন্যদিকে ইইউভুক্ত দেশগুলোতে প্রায় ৩৭০ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে দেশটি।

আগামী ১ আগস্ট থেকে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউভুক্ত ২৭ রাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ শুল্ক নিয়ে সমঝোতার জন্য দুই সপ্তাহের কম সময় পাচ্ছে দুটি পক্ষ।

সিবিএস নিউজ জানায়, একক সত্তা হিসেবে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য নীতি নিয়ে আলোচনা করে ইইউ। জোটটি ২০২৪ সালে অ্যামেরিকার পণ্য বাণিজ্যের শীর্ষ অংশীদার ছিলে বলে জানিয়েছে অ্যামেরিকার সেনসাস ব্যুরো।

অ্যামেরিকা ২০২৪ সালে ইইউ থেকে প্রায় ৬০৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। অন্যদিকে ইইউভুক্ত দেশগুলোতে প্রায় ৩৭০ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে দেশটি।

ইইউ নেতারা সতর্ক করে জানিয়েছেন, আসন্ন সপ্তাহগুলোতে চুক্তি না হলে অ্যামেরিকা থেকে আমদানি শত শত পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করবেন তারা।

অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক নিয়ে বিবাদ আটলান্টিকের দুই পাড়েই ভোক্তা মূল্য সূচক বাড়াতে পারে।

উচ্চ ‍শুল্ক আরোপের পেছনে ট্রাম্পের যুক্তি হলো অ্যামেরিকান শ্রমিকদের সুরক্ষায় এটি অত্যাবশ্যকীয়। তার ভাষ্য, দুটি পক্ষের মধ্যে বাণিজ্যের ভারসাম্যহীনতা রয়েছে। ইইউ দীর্ঘদিন ধরে অ্যামেরিকার সঙ্গে যথাযথ আচরণ করেনি।

প্রেসিডেন্ট বারবার বলেছেন, ইইউ অ্যামেরিকান গাড়ি বা কৃষিজাত পণ্য কেনে না। যদিও ২০২৪ সালের বাণিজ্য ডেটা অনুযায়ী, তার এ দাবি অসত্য।

ডেটা অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ থেকে বেশি পরিমাণে গাড়ি ও কৃষিজাত পণ্য আমদানি করেছে অ্যামেরিকা, তবে এ ধরনের পণ্যের ক্ষেত্রে অ্যামেরিকার উল্লেখযোগ্য বাজার হিসেবে রয়ে গেছে ইইউ।

বছরে এক লাখ ৬০ হাজারের বেশি অ্যামেরিকান গাড়ি কেনে ইইউ

ইইউর সঙ্গে গাড়ি বাণিজ্যে অসমতা নিয়ে প্রায়ই সমালোচনা করেন ট্রাম্প।

চলতি বছরের মে মাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের কাছে বিক্রি করে ১৩ মিলিয়ন গাড়ি। আমরা তাদের কাছে কিছুই করি না।’

এটি সত্য যে, ইইউতে যে পরিমাণ গাড়ি রপ্তানি করে অ্যামেরিকা, তার চেয়ে অনেক বেশি যান ইইউ থেকে আমদানি করে দেশটি।

ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, ২০২৪ সালে অ্যামেরিকার কাছ থেকে প্রায় এক লাখ ৬৫ হাজার গাড়ি আমদানি করে ইইউ। এর আর্থিক মূল্য আট দশমিক আট বিলিয়ন ডলারের মতো।

বিপরীতে একই বছরে ইইউ থেকে প্রায় সাত লাখ ৫০ হাজার গাড়ি আমদানি করে অ্যামেরিকা, যার আর্থিক মূল্য ৪৩ বিলিয়ন ডলার।